Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারেই চট্টগ্রামের অধিনায়ক হলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১১:৩৩ এএম
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবারই প্রথমবার বিপিএলে খেলবেন মেহেদি হাসান মিরাজ৷ আর প্রথমবারেই তিনি ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কের দায়িত্ব পেয়েছেন৷ 
 
দলে বেশ কয়েকজনের নাম উচ্চারিত হলেও ফ্র্যাঞ্চাইজিটির মালিক আখতার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করে মিরাজকে অধিনায়কের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেন৷ 
 
দায়িত্ব গ্রহণের পর নিজের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি এ বছর চট্টগ্রামের হয়ে প্রথম খেলছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমাকে যে সম্মান দিয়েছে, নিজের সেরাটা দিয়ে তার প্রতিদান দিতে চেষ্টা করবো। অভিজ্ঞদের পাশাপাশি ইয়াং ও প্রমিজিং খেলোয়াড়দের নিয়ে দলটা গড়া হয়েছে। যারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন।’
 
তাছাড়া তিনি সিনিয়র খেলোয়াড়সহ সকল খেলোয়াড়ের সহযোগিতা চেয়েছেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ