Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার ক্রীড়াবিদ পেলেন ৬২ লাখ টাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ৮:৩৩ পিএম

দেশের বেশ ক’জন তারকা খেলোয়াড় ও সংগঠকরা অসুস্থ অবস্থায় বর্তমানে দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন- এশিয়ান গেমস ব্রোঞ্জজয়ী বক্সার মোশাররফ হোসেন। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। এছাড়া সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন দাবার আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। অর্থ সহায়তা দিয়ে এ দুইজন সহ চার ক্রীড়াবিদ ও সংগঠকের পাশে এসে দাঁড়িয়েছেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি ৬২ লাখ টাকা অনুদান দিয়েছেন চারজনকে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থের চেক ও সঞ্চয়পত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মোশাররফ হোসেনকে শারীরিক অসুস্থতা ও পারিবারিক অস্বচ্ছলতার কারণে ৩০ লাখ টাকা এবং আন্তর্জাতিক মাস্টার দাবাড়– রানি হামিদকে ১০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এছাড়াও গাজীপুরের সালমা আক্তার ও ক্রীড়া সংগঠক শহিদুল্যাহকে ২২ লাখ টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী রাসেল। এসময় তিনি বলেন, ‘সরকার অচিরেই বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্থ আরও ১০ হাজার ক্রীড়াসেবীকে ৫ কোটি টাকা বিশেষ আর্থিক অনুদান প্রদান করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ