নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নতুন কোচের সন্ধানে নেমে সাফল্য পেয়েছে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন। দেশের বিভিন্ন জেলার ৩৫ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় কোচেস ট্রেনিং কোর্স শেষে এই নতুন কোচদের সন্ধান পায় তারা। কোচেস ট্রেনিং কোর্সে অংশ নেয়া সবাই সফলতার সঙ্গে কোর্স শেষ করতে পেরেছে। তাই তো বুধবার পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ১০ দিন ব্যাপী কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়ার সময় বেশ উৎফুল্ল দেখা গেছে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনকে। তিনি বলেন, ‘আমরা ৩৫ জন নতুন কোচ পেয়েছি। এবার আমরা মনযোগ দিতে চাই বার্মিংহাম কমনওয়েলথ গেমসের দিকে। খুব শিগগিরই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আমরা বাজেট জমা দেব। তারপরই শুরু হবে কমনওয়েলথ গেমসের ক্যাম্প।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।