Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মেসি কেন ভোট দেননি মেসিকেই জিজ্ঞেস করুন’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১:৪১ পিএম
ফিফার দি বেস্ট অ্যাওয়ার্ডের পুরস্কার টানা দ্বিতীয়বারের মতো জয় করেছেন রবার্ট লেভানদোস্কি। সবচেয়ে বেশি ভোট পেয়ে মেসিকে টপকে সেরার খেতাব জিতেছেন বায়ার্ন মিউনিখের তারকা৷ 
 
তবে লেভানদোস্কিকে ভোট দেননি মেসি। তিনজনকে ভোট দেয়ার সুযোগ থাকলেও সেখানেও লেভাকে রাখেননি আর্জেন্টাইন সুপারস্টার৷ কেন মেসি এমনটি করলেন তা অনেকের কাছে অজানা। 
 
কেন মেসি এমনটি করলেন সে প্রশ্ন রাখা হয় লেভানদোস্কির কাছে৷ এমন প্রশ্নের জবাবে লেভা বলেছেন প্রশ্নটা মেসিকেই করতে! 
 
এ ব্যপারে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মেসি কেন ভোট দেননি, সেটি আপনাদের তাকেই জিজ্ঞেস করতে হবে। আমার মনে হয় আমি কোনো ভুল করিনি আর তাকে হয়তো খেলার কারণ বাদ দিয়ে মন খারাপ করে দিয়েছি। এটা তার সিদ্ধান্ত আমাকে ভোট না দেওয়া, আমি সেটাকে সম্মান করি।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ