Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেনিয়ার বিপক্ষে টাইগ্রেসদের বড় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১:০১ পিএম
কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
 
ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তোলে টাইগ্রেসরা৷ জবাবে কেনিয়া মাত্র ৪৫ রানে অলআউট হয়।  
 
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি। একটা সময় মাত্র ৫০ রান তুলতেই পাঁচটি উইকেট চলে যায় তাদের। তবে এরপর সালমা খাতুন আর রিতু মনির দারুণ এক জুটিতে লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস।
 
জবাবে কেনিয়া শুরুতেই চাপে পড়ে৷ শেষ পর্যন্ত ১২.৪ ওভার খেলতে সমর্থ হয় তারা৷ দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন শারুন জুমা। বাংলাদেশে হয়ে স্পিনার নাহিদা আক্তার একাই পাঁচটি উইকেট তুলে নেন৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ