Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবিসাস আজীবন সম্মাননা পাচ্ছেন মামুনুর রশীদ ও ছটকু আহমেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাস আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। বিশেষ সম্মাননায় ভুষিত হবেন এটিএন বাংলার চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান, সমাজ সচেতনতামূলক নাটক রচনায় বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন এবং সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। আগামী ২২, জানুয়ারি, বিকাল ৫টায় কৃষিবিদ ইনস্টিটিউট-কেআইবি মিলনায়তনে চলচ্চিত্র, টিভি এবং সঙ্গীত জগতের গুণী তারকাদের মাঝে শ্রেষ্ঠত্বের বিচারে ২০১৯-২০-২১ তিন বছরের পুরস্কার প্রদান করা হবে। ২১তম বাবিসাস অ্যাওয়ার্ড আয়োজনের অনুষ্ঠান উদযাপন কমিটির আহŸায়ক সাংবাদিক দুলাল খান। বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি এবং সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবিসাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ