Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে প্রধান বিচারপতি উমর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারক উমর আতা বান্দিয়াল। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে দেশের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। ২ বছর ৪২ দিন দায়িত্ব পালন শেষে আগামী ১লা ফেব্রুয়ারি অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি গুলজার আহমেদ। এরপর ২রা ফেব্রুয়ারি নতুন বিচারপতি হিসেবে দায়িত্ব শুরু করবেন বিচারক বান্দিয়াল। ২০১৯ সালের ২১ শে ডিসেম্বর তাকে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগ করা হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন ডন। আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় ১৭ই জানুয়ারি এক নোটিফিকেশনে বলেছে, পাকিস্তানের সংবিধানের অধীনে সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারক উমর আতা বান্দিয়ালকে প্রেসিডেন্ট তার ক্ষমতাবলে পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ কার্যকর হবে ২রা ফেব্রুয়ারি থেকে। কিন্তু ডন লিখেছে, জ্যেষ্ঠতার হিসাবে ২০২৪ সালের ২৫শে অক্টোবর পর্যন্ত পাকিস্তানের প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল বিচারক ইসা’র। এরপর ২০২৫ সালের ৪ঠা অক্টোবর এই পদ পাওয়ার কথা বিচারপতি সৈয়দ মানসুর আলি শাহ-এর। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ