Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি-রোনালদো কেউ কাউকে ভোট দেননি, হতভাগ সবাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ৪:০৫ এএম
ফিফার দি বেস্টের পুরষ্কার ঘোষণা শেষ। বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি ভোটাভুটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো এ পুরষ্কার জিতে নিয়েছেন। 
 
এখন চলছে জল্পনা কল্পনা৷ কে কাকে ভোট দিল৷ সাধারণ মানুষের এমন আগ্রহের মধ্যে জানা গেল চমক জাগানিয়া খবর৷ 
 
জানা গেছে দুই মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দুজনের কেউ কাউকে ভোট দেননি। একজন খেলোয়াড় মোট তিনজনকে ভোট দিতে পারেন। 
 
ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডট কম জানিয়েছে মেসি সেরা খেলোয়াড় হিসেবে ভোট দিয়েছেন নেইমার, দ্বিতীয় কিলিয়ান এমবাপ্পে। আর তৃতীয় খেলোয়াড় হিসেবে করিম বেনজেমাকে। 
 
অপরদিকে রোনালদো ভোট দিয়েছেন যথাক্রমে রবার্ট লেভানদোস্কি, এনগোলো কান্তে ও জর্গিনহোকে৷ 
 
মেসি-রোনালদোর মধ্যে চির বৈরিতা আছে। এবার ফিফার ভোটভুটিতে তা যেন আবার সামনে চলে আসল৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ