Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিকে টপকে লেভানদোস্কি জিতলেন ফিফার সেরা খেতাব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ৩:১৭ এএম
জুরিখে অনুষ্ঠিত ফিফা দি বেস্ট অ্যাওয়ার্ডের পুরষ্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি। সেরা হওয়ার পথে তিনি হারিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে। 
 
গত মৌসুমে বুন্দেসলিগায় ৪১টি গোল করেন লেভানদোস্কি। মাত্র ২৯টি ম্যাচ খেলেই তিনি ৪১টি গোল করেন৷ এর মাধ্যমে ৫০ বছর আগে জের্ড মুলারের গড়া রেকর্ড ভেঙে ফেলেন তিনি। 
 
পুরষ্কার জয়ের পর লেভানদোস্কি বলেন, ‘ধন্যবাদ৷ এ পুরষ্কার জিতে আমি অনেক গর্বিত৷ এটি আমার সতীর্থ ও কোচের জন্য৷’
 
তিনি আরো বলেন, ‘আমি কখনো ভাবিনি মুলারের রেকর্ড ভাঙব৷ কয়েক বছর আগে আমাকে জিজ্ঞেস করলে বলতাম অসম্ভব। সে অনেক রেকর্ড গড়েছে। আমার ভালোই লাগে তার রেকর্ডগুলো ভাঙতে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ