প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : সম্প্রতি বাংলা ভাষার প্রথম সংকলিত গানের ডায়েরির মোড়ক উন্মোচন হয়েছে। আরশীনগর ফাউন্ডেশনের ১৩তম বর্ষপূর্তি উৎসবে আনুষ্ঠানিকভাবে এ ডায়েরির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। কণ্ঠশিল্পী পথিক সবুজ সম্পাদিত এ ডায়েরিতে গানের সংখ্যা চারশত। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই উৎসবকে ঘিরে বসেছিল নবীন ও প্রবীণ শিল্পীদের সমন্বয়ে দুই বাংলার কালজয়ী গানের আসর ‘গান চিরদিন’। বর্ণিল এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈচিত্র্য-সম্পাদক কবি শাহীন রেজা, কথাশিল্পী উম্মে হাবিবা মুন্নী ও আরশীনগর ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান আব্দুল বাছিত। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ বাংলা গানের চর্চা বাড়াতে হবে। আমাদের হাজার বছরের গৌরবময় সংস্কৃতি নিয়ে আরশীনগর ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠনকেও সমানভাবে নিরলস কাজ করে যেতে হবে, কারণ আমাদের সংস্কৃতিই আমাদের শক্তি। অপসংস্কৃতিরোধে প্রজন্মের মাঝে বাংলা গানের চর্চার কোন বিকল্প নেই। তানজিনা ঋতু ও সোহানুর রহমান সোহেলের প্রাণবন্ত উপস্থাপনায় বর্ষপূর্তির আনন্দ উৎসবে দর্শক শ্রেæাতাদের সঙ্গীত পরিবেশন করে মাতিয়ে তোলেন- কণ্ঠশিল্পী পথিক সবুজ, যারাহ্ সুবহা গল্প, রেজা তাবাস্সুম প্রমা, আলিশা হক বৃষ্টি, সাফিনা শারমীন, সাবিনা লাকী, শায়লা রহমান, মহিদুল ইসলাম, বজলুর রহমান, অরিণ ও খন্দকার মোকাররম আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।