Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গর্ডন রামজি অবসর নেবেন না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

তারকা শেফ গর্ডন রামজি জানিয়েছেন ধীর হওয়া বা অবসর নেবার কোনও পরিকল্পনা নেই তার। দারুণ ব্যস্ত জীবন তার। অনেকগুলো টিভি নেটওয়ার্কে সফলভাবে অনুষ্ঠান করে যাচ্ছেন, অর্ধশতাধিক রেস্তরাঁ চালান, টিকটকে সক্রিয়, স্ত্রী টানার আর পাঁচ সন্তানের পরিবার তার। মানে হল উদয়াস্ত পরিশ্রম করছেন তিনি। তিনি মনে করেন আগের যে কোনও অবস্থা থেকে তিনি এখন বেশি সক্ষম আর সমর্থ। তিনি বলেন, আমি চালিয়ে যেতে পারব কি? আমি কাজে ডুবে আছি চল্লিশের পর থেকেই। আমি আমি সামর্থ্য ও শক্তি বজায় রেখে সময়কে আটকে রেখেছি। আমি ট্রায়াথলন শুরু করি, আর প্রথমবার আয়রনম্যান করেছিলাম ৪৩ বছর বয়সে। এখন আমার বয়স ৫৫ এবং পুরোই ফিট। আমি আরও ৩০ মৌসুম চালিয়ে যেতে পারব। আপনারা এখনই আমার শেষটা দেখবেন না। একজন বুড়োর ক্ষমতাকে ছোট করে দেখবেন না। গর্ডন জানান, তার করার মত অনেক কিছু বাকি আছে। বিশেষ করে তারকা পাচক ববি ফ্লে’র সঙ্গে কাজ করা; তাদের পরস্পরের শিডিউলের সংঘর্ষের কারণে তারা এ পর্যন্ত এক সঙ্গে কাজ করতে পারেননি। তিনি বলেন, তাকে প্রতিযোগিতায় নামতে বাধ্য করব। তাকে আগে সুযোগ দিয়েও হারাব নিশ্চিত, অপেক্ষায় আছি!’ তিনি জানা ইন-এন-আউট চেইন থেকে বার্গার বাজারজাত শুরু করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গর্ডন রামজি

১৮ জানুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ