Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজিপুরে ফেয়ার প্রাইসের চাল গায়েব

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে ১২নং মনসুরনগর ইউনিয়নের ২ ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ফেয়ার প্রাইস’ অর্থাৎ ১০ টাকা কেজি দরের চাল দরিদ্রদের মাঝে সরবরাহ করার কথা থাকলেও মনসুরনগর ইউনিয়নের ডিলার সাবেক ইউপি সদস্য ফজলুল হক ওরফে ফজল মেম্বার ও সরকারি চাকরিজীবি ডিলার ইয়াসিন আলী, কাজিপুর খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে শতাধিক কার্ডধারী দরিদ্রদের মাঝে সরবরাহ না করে পুরো চালই কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে। তারা প্রতিকার্ডে ২-৩ কেজি করে চাল মাপে কম দিচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। এক মাসের চাল দিয়ে বহু কার্ডে দুই মাস এন্টি করা হচ্ছে। একই এলাকা থেকে ওই চাল বিতরণ করছেন। এ নিয়ে কার্ডধারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহতি উদ্যোগ সফল বাস্তবায়ন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এব্যাপরে ২ ডিলারের সঙ্গে কথা হলে তারা দুইজনই অস্বীকার করেন। এ বিষয়ে নবগত ইউএনও শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাজিপুরে ফেয়ার প্রাইসের চাল গায়েব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ