রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা
মুক্তিযোদ্ধার ফিসারীতে অনধিকার প্রবেশ করে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ লুটের অভিযোগে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বাদী হয়ে আব্দুল জলিলসহ ১২ জনের নাম উল্লেখ করে গত ২৬ অক্টোবর এই মামলা দায়ের করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, নেত্রকোনা সদর উপজেলার কমলপুর যোগাটি মৌজার পুটা বিলে রায়দুম রৌহা গ্রামের মৃত হিরেন্দ্র কিশোর দত্তের পুত্র সতেন্দ্র কিশোর দত্তের স্বত্ব দখলীয় ফিসারী মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ৬ জন অংশীদারের সহযোগিতায় বর্গা নিয়ে রুই, কাতলা, মৃগেল ও কার্পো মাছ চাষ করে আসছিল। টেংগা গ্রামের মৃত মালেক হোসেনের পুত্র মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সাথে নানা বিষয় নিয়ে যোগাটি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল জলিলের পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে আঃ জলিল গংরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ২৩ অক্টোবর দিবাগত গভীর রাতে মুক্তিযোদ্ধা হামিদের ফিসারীতে অনধিকার প্রবেশ করে পাহাড়াদারদের মারধর করে তাদের হাত-পা বেঁধে ফিসারীতে জাল ফেলে প্রায় এক লক্ষ ষাট হাজার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।