Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

জ্যাক রিচার : নেভার গো ব্যাক

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

‘বøাড ডায়মন্ড’ (২০০৬) চলচ্চিত্রের জন্য খ্যাত এডওয়ার্ড যুইক পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘জ্যাক রিচার : নেভার গো ব্যাক’। ‘পন স্যাক্রিফাইস’ (২০১৫), ‘লাভ অ্যান্ড আদার ড্রাগস’ (২০১০), ‘ডিফায়েন্স’ (২০০৯), ‘দ্য লাস্ট সামুরাই’ (২০০৩), ‘দ্য সিজ’ (১৯৯৮) যুইক পরিচালিত চলচ্চিত্র। লি চাইল্ডের লেখা ২০১৩তে প্রকাশিত ‘নেভার গো ব্যাক’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
জ্যাক রিচার (টম ক্রুজ) এক সময় সেনাবাহিনীর ইনভেস্টিগেটর ছিল। এখন সে আর সেনাবাহিনীতে নেই তবে নিজের অনিচ্ছাতেই তাকে কিছু তদন্তের কাজে জড়িয়ে পড়তে হয়। তার এক সময়ের সহযোদ্ধা জেমস বারকে (‘জ্যাক রিচার’, ২০১২) এক গভীর ষড়যন্ত্র থেকে বাঁচাবার চার বছরের পরের ঘটনা। তার চিরাচরিত স্বভাব মত রিচার সবার চোখের আড়ালে ছিল কিন্তু একটি ঘটনার কারণে আবার তাকে সামনে আসতে হয়। সে জানতে পারে ১৬ বছর আগে যুদ্ধের ময়দানে একটি ঘটনাকে উপলক্ষ করে তাকে সেনাবাহিনী থেকেই খোঁজা হচ্ছে। তাকে সেই ঘটনায় একজন সন্দেহভাজন হত্যাকারী হিসেবে দেখান হয়েছে। সে তার মিলিটারি ইউনিটের সদর দপ্তরে এলে সে এসব তথ্য জানতে পারে। সেখানে এসে সে জানতে পারে তার এক সময়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সুজান টার্নারের (কোবি স্মাল্ডার) বিরুদ্ধে দেশের বিপক্ষে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে। রিচার জানে এমনটি সম্ভব নয়। এরই মধ্যে সুজানকে গ্রেফতার করা হয়েছে। ইউনিট প্রধানের নির্দোষিতা প্রমাণের জন্য প্রথমে তাকে জেল থেকে মুক্ত করতে হবে। প্রাথমিকভাবে সফল হলেও তাকে পলাতক ঘোষণা করা হয়। এমন অবস্থায় সে উপলব্ধি করে যা ঘটেছে তার সবই এক বড় ষড়যন্ত্রের অংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জ্যাক রিচার : নেভার গো ব্যাক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ