Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ ঐক্যপরিষদে কর্মসূচি শুরু ১৬ ফেব্রæয়ারি

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ ও মজুরিবোর্ড কমিশন গঠনসহ ৫ দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। মহানগরীর খালিশপুরস্থ ক্রিসেন্ট জুট মিলস সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ১৬ ফেব্রæয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে বলে ঐক্য পরিষদের আহŸায়ক মোঃ সোহরাব হোসেন জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, পাট প্রতিমন্ত্রী খুলনা সফরে এসে শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও এখনও তা’ বাস্তবায়ন হয়নি। এতে শ্রমিকদের মধ্যে হতাশা বিরাজ করছে। এবারের কর্মসূচির মধ্যে ৫ দফা বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে, ১৬ ফেব্রæয়ারি মঙ্গলাবার সকাল ১০টায় স্ব স্ব মিল গেটে গেট সভা, ১৮ ফেব্রæয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় সিবিএ-নন সিবিএ সমন্বয়ে খুলনা, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে পৃথকভাবে প্রতিনিধি সভা, ২২ ফেব্রæয়ারি সোমবার বিকেল ৪টায় পেশাজীবীদের সাথে খুলনা, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে পৃথকভাবে মতবিনিময়, ২৪ ফেব্রæয়ারি বুধবার সকাল ১০টায় রাজপথে বিক্ষোভ মিছিল, ২৮ ফেব্রæয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত খুলনা, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মিলের গেটে পৃথক সভা, ৪ মার্চ শুক্রবার বিকেল ৪টায় খুলনা, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে শ্রমিক জনসভা, ৬ মার্চ রবিবার সকাল ১০টায় রাজপথে বিক্ষোভ মিছিল, ৮ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় লাঠি মিছিল, ৯ মার্চ বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত খুলনা, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের রাজপথ-রেলপথ অবরোধ, ১১ মার্চ শুক্রবার বিকেল ৪টায় খুলনার অটরা শিল্প এলাকায়, ঢাকার ডেমরা, নরসিংদি এবং চট্টগ্রামের সিতাকুন্ডে শ্রমিক জনসভা, ১৩ মার্চ রবিবার সকাল ১০টায় রাজপথে লাল পতাকা মিছিল, ১৪ মার্চ সোমবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ, ১৮ মার্চ শুক্রবার বিকাল ৪টায় খুলনা, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে জনসভা।
মাদরাসা শিক্ষাকে স্বতন্ত্র শিক্ষা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ ঐক্যপরিষদে কর্মসূচি শুরু ১৬ ফেব্রæয়ারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ