Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জকোভিচকে বিশেষ সুবিধা দেবে অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ২:৪৬ পিএম
নাটকীয়তার পর গতকাল দ্বিতীয়বারের মতো বাতিল করে দেয়া হয় নোভাক জকোভিচের ভিসা। এরফলে অস্ট্রেলিয়ান ওপেনে না খেলেই নিজ দেশে ফিরতে হয় তাকে।
 
ভিসা বাতিল করে দেয়ায় খুব জরুরী কিছু না হলে তিন বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না জকোভিচ। অস্ট্রেলিয়ার নিয়মই হলো এটি৷ 
 
তবে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন জকোভিচতে ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে দেয়া হবে। তাকে এজন্য বিশেষ সুবিধা দেয়া হবে৷ সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় এমনটি জানান মরিসন। 
 
জকোভিচ এখন পর্যন্ত ২০ বার গ্র্যান্ডস্লামের শিরোপা জিতেছেন। আরেকবার শিরোপা জিতলে সর্বোচ্চ সংখ্যক শিরোপা জয়ের বিশ্বরেকর্ড গড়বেন তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ