মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দখলদার ইসরাইল থেকে গ্যাস আমদানির খবর সরাসরি প্রত্যাখ্যান করেছে লেবানন। লেবাননের জ্বালানি মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের চ্যানেল-টুয়েলভ গ্যাস আমদানি সংক্রান্ত যে খবর সম্প্রচার করেছে তা পুরোপুরি ভিত্তিহীন।
এতে আরও বলা হয়েছে, লেবানন ও মিশরের মধ্যে গ্যাস বিষয়ে যে আলোচনা চলছে তা স্পষ্ট। লেবানন মিশরের গ্যাস আমদানি করতে চায়। মিশরের নিজস্ব গ্যাস রয়েছে। সেখান থেকেই একটা অংশ লেবাননে পাঠাবে তারা। এই গ্যাস জর্ডানের ভূখণ্ড হয়ে সিরিয়ায় ঢুকবে। এরপর সিরিয়া সরকার সমপরিমাণ গ্যাস হোমসের গ্যাসক্ষেত্র থেকে লেবাননে পাঠাবে। এই প্রক্রিয়ার ভিত্তিতে সমঝোতা চুক্তি সইয়ের লক্ষ্যে কাজ চলছে।
এ অবস্থায় উদ্দেশ্য-প্রণোদিতভাবে ইসরাইলি গণমাধ্যম মিথ্যা খবর প্রচার করছে বলে লেবাননের জ্বালানি মন্ত্রণালয় দাবি করেছে।
লেবাননে জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। এ কারণে দেশটির সরকার অনেক দিন ধরেই মিশর থেকে গ্যাস আমদানির চেষ্টা করে আসছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।