Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরসা নেতা আতাউল্লাহর ভাই আটক

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গ্রুপ আরসা প্রধান নেতা আতাউল্লাহ জুনুনীর ছোট ভাই মো. শাহ আলীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন। জানা গেছে, গত শনিবার রাতে উখিয়ার মধুরছরা রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের এলাকায় ঘুরাফেরার সময় অস্ত্র এবং মাদকসহ ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা তাকে আটক করে। উল্লেখ্য, কথিত আরসা নেতা আতাউল্লাহর নেতৃত্বে আরাকানে মিয়ানমার সরকারের সেনা পোস্টে আক্রমণ করা হয়েছিল ২০১৭ সালে। সেই অজুহাতে মিয়ানমার সরকার আরাকানকে পোড়ামাটি নীতির আওতায় এনে জ্বালাও-পোড়াও ও হত্যার মাধ্যমে দেশছাড়া করে লাথ লাথ রোহিঙ্গা মুসলমানকে। সেই থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া আরাকানের প্রায় ১২ থেকে ১৫ লাখ মুসলমান নারী পুরুষ এখন বাংলাদেশের উখিয়া-টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থান করছে। এদিকে এই বিশাল রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশ সরকার আশ্রয় দেয়ার পাশাপাশি তাদের স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়টি নিয়েও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু অভিযোগ রয়েছে কিছু এনজিও এবং এই কথিত সন্ত্রাসী সংগঠন আরসাসহ আরো কিছু রোহিঙ্গা সংগঠন অব্যাহতভাবে প্রত্যাবাসনের বিরুদ্ধে তৎপরতায় লিপ্ত রয়েছে। এমনকি তারা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্র করে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমনকি অভিযোগ রয়েছে ওই সন্ত্রাসী গ্রুপগুলোর হাতে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা জিম্মি হয়ে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরসা নেতা আতাউল্লাহর ভাই আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ