গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রীর সুস্থতা কামনায় গতকাল এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি থেকে তারা উত্তরার বাসায় অবস্থান করছেন। শারীরিকভাবে তারা সুস্থ আছেন বলে জানা গেছে।
মির্জা ফখরুল ও তার পরিবারের সুস্থতা কামনা করে গত শনিবার মাগরিবের নামাজের পর রাজধানী ঢাকার সেগুনবাগিচায় তাহফিজুল কুরআন মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই দোয়া মাহফিল আয়োজন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল অ্যাফায়ার্স কমিটির সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। সিলেটেও আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক শায়খুল হাদিস আল্লামা মুফতি আজিজুল ইসলাম, এতে মাদরাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা ইব্রাহিম খলিল, সেগুনবাগিচা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা যোবায়ের আহমেদ, মাওলানা নুরুল ইসলাম সন্দ্বীপীসহ মাদরাসার ছাত্র-শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।