Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎচালিত গাড়ি বানাবে সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ৮:২৬ পিএম | আপডেট : ৮:২৭ পিএম, ১৬ জানুয়ারি, ২০২২

সউদী আরবে বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির কারখানা তৈরি করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লুসিড মোটরস। ২০২৫ কিংবা ২০২৬ সালের মধ্যে কারখানাটি করতে দেশটির মন্ত্রণালয়গুলোর সঙ্গে তারা আলোচনা করেছে বলে জানিয়েছে আরব নিউজ।


লুসিড চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রে সফলভাবে গাড়ি উৎপাদন ও বিক্রি করছেন তারা। বর্তমানে তাদের মনোযোগ সৌদি আরবে। অংশীদারিত্বের ভিত্তিতে লুসিড এ কারখানা তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।
৫৭৭ ইউনিট গাড়ি গ্রাহকদের হাতে পৌঁছে দেয়াই গেল বছরে লক্ষ্য ছিল ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটির। এদের মধ্যে ৫২০ ইউনিট ড্রিম সংস্করণের বলে জানিয়েছে আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ