Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এতিমখানা নির্মাণে বাধা মামলা দিয়ে হয়রানি

পটিয়ায় সংবাদ সম্মেলনে অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

পটিয়া পৌরসভার বৈলতলী রোড সংলগ্ন আলম শাহ্ সড়কে হাছী আবদুছ ছাত্তার জামে মসজিদের আওতাধীন এতিমখানা ও হেফজখানা নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি কিশোর গ্যাং চক্র। ফারজানা আকতার নামের এক মহিলার নিয়ন্ত্রনাধীন কিশোর গ্যাংটি এতিমখানা নির্মাণে বাঁধা সৃষ্টিসহ সম্প্রতি এতিমখানার বাউন্ডারী ওয়াল ও ঘর ভাঙচুর করেছে। এছাড়া ফারজানা আকতার চট্টগ্রাম সিটির এক প্রভাবশালী ব্যক্তির আত্মীয় পরিচয় দিয়ে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরে প্রভাব খাটিয়ে মসজিদ কমিটির লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার পটিয়ায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির লোকজন ও স্থানীয় মুসল্লীরা এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে মসজিদ কমিটির মোতয়াল্লী হাজী আবুল কালাম জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের দানশীল ব্যক্তি প্রবাসী হাজী আবুল বশর এলাকায় মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে হাজী আবদুছ ছাত্তার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এছাড়া গরীব শিশু, কিশোরদের দ্বীনি শিক্ষা প্রদানের জন্য একটি এতিমখানা ও হেফজখানা নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় এলাকার মরহুম দুদু মিয়ার তিন পুত্রের প্রাপ্য সম্পত্তি থেকে মাহমুদুর রহমান নামের একপুত্র হতে ২.৪০ শতক জায়গা ক্রয় করেন। এর মধ্যে ভাটিখাইন এলাকার মুছাসহ ৪জন দুদু মিয়ার দুইপুত্র থেকে এ স্থান থেকে কিছু জায়গা ক্রয় করেন। মুছা দুদু মিয়ার পুত্র মাহামুদুর রহমানের ভূমিসহ সম্পূর্ণ জায়গা দখল করতে চাইলে মসজিদ কমিটি বাঁধা দেয়। এতে সালিশকারকগণ ভূমি পরিমাপ করে উভয়পক্ষকে দখল বুঝিয়ে দেয়। কিন্তু তা অমান্য করে প্রবাসী মুছার স্ত্রী ফারজানা আকতার তাদের জায়গার পাশে যাতে এতিমখানা না হয় সে উদ্দেশ্যে বিভিন্ন তালবাহানা করে মসজিদ কমিটির লোকজনকে হয়রানি করছে। এর মধ্যে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ডিসেম্বর মাসে একটি হয়রানীমূলক সিআর ৫৫৯/২১ ইং মামলা দায়ের করেছে। মসজিদ কমিটির লোকজনকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে এতিমখানা নিমার্ণে সহযোগিতা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এতিমখানা নির্মাণে বাধা মামলা দিয়ে হয়রানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ