রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিরামপুরের গালা ইউনিয়নে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থীর দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার হওয়া তিনবারের চেয়ারম্যান শফিক বিশ্বাসের রিমান্ড ও সেই সাথে জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম সেলিনা খাতুন এই রায় দেন।
জানা যায়, মামলার বাদী পরাজিত নৌকাপ্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিব হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। রাজিবুল হাসান গত ৩ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান শফিক বিশ্বাসসহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় নির্বাচনের আগে তিনজনকে হরিরামপুর থানা কর্তৃক গ্রেফতার করা হয়েছিলো বলেও জানা গেছে।
গত বুধবার বিকালে ঝিটকা এলাকা থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে হরিরামপুর থানা পুলিশ ওই মামলায় গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গতকাল আদালতে আনা হলে বিচারক রিমান্ড ও সেই সাথে জামিন নামঞ্জুর করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।