রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার খরক এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুমুখী যাত্রীবাহী ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হলেন খোদেজা (৭২) নামে এক বৃদ্ধা। সে ভূঞাপুর উপজেলার খরক গ্রামের মৃত কটু শেখের স্ত্রী। সে অত্যান্ত অসহায় জীবন যাপন করতো। তার ২টি কন্যা সন্তান রয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় ভূঞাপুর উপজেলার খরক এলাকায় নিজ বাড়ি থেকে পাশের বাড়ি দুধ আনতে গিয়ে ট্রেনে কাটাপড়ে তার মৃতু হয়। খরক গ্রামের রাসিন্দা ও চর নিকলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, ট্রেন দুর্ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।