Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলির জায়গায় পন্তকে চান গাভাস্কার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ২:১৯ পিএম
ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি গতকাল হঠাৎ করে অধিনায়কত্ব ছেড়ে দেন৷ তার এমন ঘোষণায় অবাক হন সবাই। তবে কোহলি যা সিদ্ধান্ত নেয়ার নিয়েছেন৷ তাকে তো আর জোর করে রাখা যাবে না৷ 
 
এখন বিসিসিআই খুঁজছে লাল বলের ক্রিকেটে তাদের পরবর্তী অধিনায়ককে। 
কোহলির জায়গায় কে বসবেন? এ নিয়ে চলছে আলোচনা৷ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মার নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। 
 
তবে কিংবদন্তি সুনীল গাভাস্কার জানালেন তিনি অধিনায়ক হিসেবে দেখতে চান ২৪ বছর বয়সী জুনিয়র উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋসভ পন্তকে। 
 
এ ব্যপারে গাভাস্কার বলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি পন্তের কথাই আবার বলব। কারণ দেখুন যখন রিকি পন্টিং মুম্বাইয়ের অধিনায়কত্ব ছাড়ার পর রোহিত শর্মা আসে৷ এরপর রোহিতের ব্যাটিংয়ে কতোটা উন্নতি হয়।’
 
‘আমি মনে করি পন্তর মাথায় যদি দায়িত্বের কথাটা থাকে তাহলে সে আরো ভালো করবে,  সেঞ্চুরি হাঁকাবে।’ সূত্রঃ ক্রিকট্রেকার।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ