Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাতেমা ৩ ঘণ্টা অপেক্ষা করেও ভোট দিতে পারেননি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ২:১৩ পিএম

রোববার সকাল আটটা থেকে থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভোট গ্রহণ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটারের উপস্থিতি। আর এতে দেখা দেয় বিপত্তি। সকাল সকাল ভোট দিয়ে বাড়ি চলে যাবেন ফাতেমা আক্তার। এমন প্রত্যাশা নিয়ে সকাল ৮টার দিকে ভোট কেন্দ্রে আসেন তিনি। দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে না পেরে লাইন ছেড়ে গাছের ছায়াতে বসে পড়েন তিনি। ভোট দেয়ার আশা নিয়ে সেখানে প্রায় ১ ঘণ্টা বসে থাকেন।

শুধু ফাতেমা আক্তার নয়। ফাতেমা আক্তারের মতো অনেককে দেখা গেছে নাসিক নির্বাচনে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

বিলম্ব হওয়ার ব্যাপারে ফাতেমা আক্তার জানান, ‘আমি শুনেছি ইভিএম ভালোভাবে কাজ করছে না। যার জন্য দেরি হচ্ছে। একটা ভোট কেন্দ্রে ডিস্টাব ইভিএম নিয়ে আসবে কেন? প্রয়োজনে নতুন ইভিএম আনুক। মানুষের এত ভোগান্তির তো দরকার নেই। আমরা আসছি, ভোট দিয়ে বাসায় গিয়ে দুপুরে রান্না করব। পরিবারের সবাই খাবে। নিয়মের মধ্যে কাজটা হলে আমাদের জন্য ভালো।’

লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়েন বৃদ্ধা কহেনুর বেগম। দুই ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়ান তিনি। দুই ঘণ্টা পর একই জায়গা আছেন বলে জানান। তার অভিযোগও ইভিএম নিয়ে।



 

Show all comments
  • MD.Uzzal Hossain ১৬ জানুয়ারি, ২০২২, ৩:২৪ পিএম says : 0
    Vote Unara Apner Vote Diya Dibe.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিক

২০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ