Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শকদের কান্ডে পন্ড ম্যাচ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১:১১ পিএম
স্প্যানিশ কোপা দেল রেতে সেভিয়া ও রিয়াল বেতিসের ম্যাচটি মাঝপথেই স্থগিত করে দিতে বাধ্য হয়েছেন ম্যাচ রেফারি৷ ম্যাচের মাঝেই সেভিয়ার জোয়ান জর্ডানের মাথায় এসে কিছু একটা লাগে। 
 
পরবর্তীতে জানা যায় এটি প্লাস্টিকের শক্ত লাঠি ছিল। গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে কেউ একজন এটি ছুঁড়ে মারেন। 
 
কর্ণার কিক থেকে রিয়াল বেটিসের নাবিল ফেকির গোল করার পর রাগের বশে কেউ লাঠিটি ছুঁড়ে মারেন।
 
কিন্তু তা এসে আঘাত করে সেভিয়ার জোয়ান জর্ডানের মাথায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ কিছুক্ষণ চিকিৎসা দেয়ার পর সুস্থ হন। কিন্তু এর আগেই রেফারি ম্যাচ বাতিল করে দেন। সূত্রঃ মার্কা


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ