Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে অপহরণের চার দিন পর প্রবাসী কিশোরী উদ্ধার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

মাদারীপুর শহরের শকুনী লেকের পাড় এলাকা থেকে অপরহণের চারদিন পর ইতালী প্রবাসী কিশোরীকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গত শুক্রবার রাত নয়টার দিকে মাদারীপুর শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও গ্রেফতার করা যায়নি প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মীয় মারা যাবার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সাথে ইতালী থেকে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ১৫ বছর বয়সী কিশোরী নোভা। গত ১০ জানুয়ারি সকালে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে নোভা নামের ইতালী প্রবাসী কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আফজাল হোসেন শাওনসহ তার সহযোগিরা। এরপর থেকে আর কোনো সন্ধান মেলেনি নোভার। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছে নোভার পরিবার। এ ঘটনায় পুলিশ ২ আসামিকে গ্রেফতার করে মাদারীপুর আদালতে পাঠিয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, অপহরণের পর থেকেই আমরা কিশোরীকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রাখি। এ ব্যাপারে থানায় মামলা হলে আমরা দু’জন আসামিকেও গ্রেফতার করি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা অপহৃত কিশোরীর লোকেশন জানতে পেরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হই। ঘটনাস্থলে আপহরণকারীর কাউকে পাওয়া যায়নি। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী কিশোরী উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ