Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ কোহলির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ৮:১০ পিএম
টুইটারে হঠাৎ করেই টেস্টের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। গতকালও তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলতে নামে ভারত। তখনো কাউকে কিছু বুঝতে দেননি সাদা পোশাকেও ভারতকে আর নেতৃত্ব না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 
 
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলি টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন৷ এরপর বিশ্বকাপ শেষে কোহলিকে জোড় করে ওয়ানডে থেকে সরিয়ে দেয়া হয়। আজ টেস্ট থেকে নিজেই সরে দাঁড়ালেন।
 
বিরাট কোহলি ২০১৪ সালে  টেস্টের অধিনায়কত্ব পান৷ ওই সময় মাহেন্দ্র সিং ধোনি দায়িত্ব ছাড়েন ও টেস্টকে বিদায় জানিয়ে দেন।  ফলে কোহলি অনেকটা হঠাৎ করে দায়িত্ব পেয়েছিলেন৷ আবার দায়িত্বও ছাড়লেন হঠাৎ করে।
 
বিরাট কোহলির নেতৃত্বে গত বছর টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলে ভারত। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হারে তারা।
 
কোহলি এখন টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেয়ায় দীর্ঘ সাত বছর ভারতকে নেতৃত্ব দিয়েও আইসিসির কোন শিরোপা জিততে পারেননি৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ