Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পীদের পাশে ছিলাম আছি থাকব-অনন্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল বরাবরই নিজেকে রাজনীতি থেকে দূরে রাখেন। কোনো ধারনের নির্বাচনে অংশগ্রহণ করেন না। এমনকি জনপ্রিয় হওয়া সত্ত্বেও গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচন থেকে নিজেকে বিরত রাখেন। ভোট দেয়ার সময় ভোট দিয়ে আসেন। এটা তার ব্যক্তিগত নীতি। তিনি মনে করেন, রাজনীতি বা সংগঠনের নেতৃত্ব দেয়া আমার কাজ নয়। আমি ব্যবসায়ী। মানুষের সেবা করার জন্য নেতৃত্বের বাইরেও করা যায়। আমি ব্যবসার পাশাপাশি নিজেকে বিভিন্ন সেবামূলক কাজে জড়িয়ে রেখেছি। নিজের সাধ্যমতো মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। সংগঠনকে যারা সময় দিতে পারবেন এবং এর মাধ্যমে সদস্যদের সেবা ও স্বার্থ রক্ষা করতে পারবেন, তারাই নেতৃত্বে আসবেন। আমরা তাদের সমর্থন দেব। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনন্তর ভূমিকা কি হবে, তিনি কোন প্যানেলের সমর্থক, এ নিয়ে চলচ্চিত্রে কৌতুহল রয়েছে। এ ব্যাপারে অনন্ত তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অবস্থান পরিস্কার করেছেন। তিনি লিখেছেন, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকবো। তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত থাকবো না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন। এই বক্তব্যের মধ্যেই তাঁর ব্যক্তিগত নীতি আবারও স্পষ্ট হয়েছে। এর মাধ্যমে তিনি এটাই বোঝাতে চেয়েছেন, রাজনীতি ও নেতৃত্বের বাইরে থেকেই তিনি মানুষের সেবা করে যেতে চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পীদের পাশে ছিলাম আছি থাকব-অনন্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ