প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্রিটিশ-পাকিস্তানি হার্ট সার্জন ডা. হাসনাত খানের সঙ্গে ১৯৯৫ থেকে ১৯৯৭ পর্যন্ত প্রিন্সেস অফ ওয়েলস লেডি ডায়ানার রোমান্সের কথা সারা বিশ্ব জানে। এই কাহিনীটিই আসবে নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিরিজে; পাকিস্তানি অভিনেতা হুমায়ুন সাঈদ ডা. হাসনাতের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে। সিরিজের পঞ্চম সিজনে প্রিন্সেস ডায়ানা এবং লন্ডনের ব্রমটন হাসপাতালের হার্ট সার্জন ডা. হাসনাতের কথিত রোমান্সের গল্প অন্তর্ভুক্ত হবে। ‘টেনেট’ খ্যাত এলিজাবেথ ডেবিচকি পঞ্চম সিজনে লেডি ডায়ানার ভূমিকায় অভিনয় করবেন বলে স্থির হয়েছে। ‘কাইট রানার’ তারকা খালিদ আবদাল্লাহ দোদি ফায়েদের ভূমিকায় অভিনয় করবেন। বর্তমানে পাকিস্তানে স্থায়ী ডা. হাসনাত অতীতে স্বীকার করেছিলেন তিনি ডায়ানার সঙ্গে জীবন কাটানোর কথা বিবেচনা করেছিলেন। তবে সংবাদ মাধ্যমের বাড়াবাড়ির কারণে তিনি নিরুৎসাহী হয়ে পড়েন। ডায়ানা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একসময়ের স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন। তবে ১৯৯৭ সালে ডায়ানা নিহত হবার কিছু আগে তাদের রোমান্সের যবনিকা হয়। ডায়ানা এমনকি ডা. হাসনাতকে বিয়ে করে পাকিস্তানে স্থায়ী হতে এবং ইসলাম ধর্ম গ্রহণেরও ইচ্ছা প্রকাশ করেছিলেন। ডায়ানা হাসনাতকে আদর করে ন্যাটি বলে ডাকতেন এবং ১৯৯৬তে পাকিস্তানে তার পরিবারের সঙ্গে সাক্ষাতও করেছিলেন। উর্দু ফিল্ম ‘ইন্তেহা’ (১৯৯৯) দিয়ে সাঈদের অভিষেক। তার জনপ্রিয় ফিল্ম ‘জওয়ানি ফির নাহি আনি’ (২০১৫), ‘জওয়ানি ফির নাহি আনি ২’ (২০১৮), ‘পাঞ্জাব নেহি যাউঙ্গি’ (২০১৭) এবং সাইফাই ‘প্রজেক্ট গাজি’ (২০১৯)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।