Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিউজিল্যান্ডসহ ৩ দেশে সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ৪:১৮ পিএম

সাগরের তলদেশে থাকা বিশাল একটি আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরু করায় নিউ জিল্যান্ড, টোঙ্গা ও ফিজিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরিটি থেকে এটাই সর্বশেষ সিরিজ অগ্নুৎপাত।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা গেছে, টোঙ্গাতে বিশাল ঢেউ একটি গির্জা ও কয়েকটি বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। রাজধানী নুকুআলোফাতে আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত ছাই পড়তে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ফিজির কর্মকর্তারা জানিয়েছেন, আট মিনিটের অগ্নুৎপাত এতোটাই ভয়াবহ ছিল যে, রাজধানী সুভায় ‘বজ্রপাতের মতো আওয়াজ’ শোনা গেছে।

টোঙ্গা জিওলজিক্যাল সার্ভিসেস জানিয়েছে, গ্যাস, ধোঁয়া ও ছাই সাগর থেকে ২০ কিলোমিটার ওপর পর্যন্ত উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ