মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের রাজধানী টোকিওতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন ছুরি হামলার ঘটনার তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শনিবার এই হামলার ঘটনা ঘটে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষা দিতে জড়ো হওয়ার পর একজন শিক্ষার্থী ছুরি হামলা চালান।
জাপানি সংবাদমাধ্যম আসাহির প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী জাপানের বিভিন্ন শহরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
টোকিও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ও হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারবে না।
ছুরি হামলার ঘটনা জাপানে খুবই সাধারণ। গত অক্টোবরে জোকার সেজে টোকিওতে সাবওয়ে ট্রেনে হামলা চালানো হয়। ওই হামলায় ১৭ জন আহত হন। এর কয়েক মাস আগে টোকিওর একটি কমিউটার ট্রেনে ছুরি হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।