এ মৌসুম শেষেই পিএসজির বিপক্ষে সঙ্গে শেষ এমবাপ্পের চুক্তি। গত দুই মৌসুম ধরে ফরাসি ক্লাবটি ছাড়তে চেয়েও পারেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ তারকা৷
পিএসজি চায় এমবাপ্পেকে যে কোনোভাবে রেখে দিতে৷ তাই তো গত মৌসুমে রিয়ালের কাছ থেকে ১৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দেয় পিএসজি।
তারা চায় যে করেই হোক এমবাপ্পে পিএসজির হয়েই খেলুক। আশা কম জেনেও শেষ চেস্টা হিসেবে চুক্তি শেষ হওয়ার আগে এমবাপ্পেকে আরেকবার চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি জায়ান্টরা।
টিলেফুট স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এমবাপ্পেকে নতুন করে আরো দুই বছরের প্রস্তাব দিয়েছেন পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি।
যদিও এই প্রস্তাবে এমবাপ্পে সাড়া দেবে না বলেই মনে করছেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা। কারণ এমবাপ্পে মেসির ছায়ায় থাকতে চান না। তার ইচ্ছা কোনো ক্লাবের মূল কান্ডারি হবেন তিনি। আর এক্ষেত্রে রিয়াল তার জন্য সবচেয়ে আদর্শ ক্লাব।
এমবাপ্পেকে পেতে রিয়াল মাদ্রিদও বসে আছে। ক্লাবের সভাপতি ফ্রোরেন্তিনো পেরেজ নিজে বিষয়টি কাছ থেকে দেখভালো করছেন।