Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবর-রিজওয়ানদের পুরস্কৃত করল পিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১:৪৬ পিএম
গত বছরটা বেশ ভালো কাটিয়েছে পাকিস্তজন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলা। এক বছরে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়াসহ নানা কীর্তি গড়েছে দেশটি৷ যাদের কল্যাণে পাকিস্তান দল সফল একটি বছর কাটিয়েছে সেসব খেলোয়াড়দের পুরস্কার দিয়েছে পিসিবি। 
 
আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সব সদস্য এবং টেস্ট দলের আবিদ আলি ও সাজিদ খানকে দেওয়া হয়েছে পুরস্কার। তাদের প্রত্যেকে পেয়েছেন ১৫ লাখ পাকিস্তানি রুপি করে। এছাড়া কোচিং স্টাফের সদস্যরা ২ থেকে ১০ লাখ রুপি পর্যন্ত পেয়েছেন।
 
গতকাল শুক্রবার লাহোরে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই পুরষ্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমসহ বড় তারকারা উপস্থিত ছিলেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ