Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১:০২ পিএম
বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। আগামী ২৭ জানুয়ারী ইকুয়েডর ও ২ ফেব্রুয়ারী প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে সেলেসাওরা।তবে এ দুটি ম্যাচের জন্য নেইমারকে দলে রাখতে পারেননি কোচ তিতে। কারণ নেইমার ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি। 
 
ব্রাজিল ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সবার আগে। এখন বাছাইয়ে যে ম্যাচগুলো বাকি আছে এগুলো শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ৷ তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও যেহেতু এ বছরই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তাই শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলবে ব্রাজিল৷  
 
বিশ্বকাপ বাছাইয়ের জন ব্রাজিল স্কোয়াড
 
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন , ওয়েভারটন
 
ডিফেন্ডার: এমারসন রয়্যাল,  দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলস, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, থিয়াগো সিলভা, ইদার মিলিতাও।
 
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, জার্সন, লুকাস পাকুয়েতা, ফিলিপ কুতিনহো, ব্রুনো গুইমারেস।
 
ফরোয়ার্ড: রাফিনহা, অ্যান্থনি, রদ্রিগো, রিবেইরো, গ্যাব্রিয়েল জিসুস, ম্যাথিউস কুনহা, গাবি, ভিনিসিউস জুনিয়র।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ