নোভাক জকোভিচের উপর থেকে বিপদ যেন কাটছেই না।
করোনার টিকা না দেয়ায় যে ভোগান্তিতে পড়েছেন৷ তা থেকে মুক্তি মিলছে না৷
নানা নাটকীয়তার পর দ্বিতীয়বারের মতো তার ভিসা বাতিল করে দেয়া হয়েছে। এরপরও খেলবেন এই আশায় আদালতের দারস্থ হন তিনি৷ তার আবেদনের প্রেক্ষিতে আদালত ভিসা ফিরিয়ে দেয়। তবে আবার তার ভিসা বাতিল করে দেয় ইমিগ্রেশন বিভাগ।
এরপর ফের অভিবাসী আটক কেন্দ্রে আটক করা হয়েছে জকোভিচকে। তার আইনজীবীরা আপিলটি করেন। এই আপিলের শুনানি হওয়ার আগে শনিবার আবারও সরকারি ব্যবস্থাপনায় অভিবাসী আটক কেন্দ্রে থাকতে হবে জকোভিচকে, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা।
সোমবার থেকে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন৷ ফলে সময়ও খুব বেশি নেই। যা করার এখনই করতে হবে৷ জকোভিচের এই আপিলের বিষয়ে রায় আসতে পারে কাল৷ যদি আদালত ফের তার ভিসা বাতিল করে দেয় তাহলে জকোভিচকে অস্ট্রেলিয়া ছাড়তেই হবে।