Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্যের গানে ভাগ বসাতে চাইছেন অপু!

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শাকিব খান, অপু বিশ্বাস ও নবাগত পুষ্পিতা পপিকে নিয়ে পরিচালক আবদুল মান্নান পাঙ্কু জামাই নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন। সিনেমাটির বেশিরভাগ শুটিং শেষ হয়েছে। বাকি শুধু তিনটি গানের শুটিং। অপু বিশ্বাস বেশ কয়েক মাস ধরে নিখোঁজ থাকার কারণে পরিচালক বাকি কাজ শেষ করতে পারছেন না। এরই মধ্যে একটি গানের শুটিং নিয়ে শুরু হয়েছে দ্ব›দ্ব। গানটি করার কথা পুষ্পিতার। এরই মধ্যে নিরুদ্দেশ অপু নাকি বার্তা মারফত জানিয়েছেন এই গানটি তিনি করবেন। কারণ গানটি না করলে সিনেমাটিতে তার গুরুত্ব কমে যাবে। তিনি পরিচালককে নাকি এটিও জানিয়েছেন নভেম্বরে ফিরে এ গানটি করতে চান। পুষ্পিতা পপি জানিয়েছেন, সিনেমাটিতে অপু দিদির পাশাপাশি আমার চরিত্রেরও গুরুত্ব সমান। আমার এ গানটি আমি অবশ্যই চাইব। তবে শাকিব খান, অপু বিশ্বাস ও পরিচালক মিলে সিদ্ধান্ত নিলে আমার আর কী করার থাকবে। তবে আমি চাই সব ঝামেলা শেষ করে সিনেমাটির কাজ দ্রæত শেষ হোক। এদিকে আগামী বৈশাখে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা থাকলেও পরিচালক নিজেই দ্বিধায় আছেন, কবে শেষ করতে পারবেন সিনেমার কাজ!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অন্যের গানে ভাগ বসাতে চাইছেন অপু!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ