Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতা না হলে আমার বিজয় সুনিশ্চিত : আইভী

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ২:৩৬ পিএম

আজ শুক্রবার প্রচার-প্রচারণার শেষ দিন। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সকালে সংবাদ সম্মেলন কথা বলেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে সহিংসতা না হলে আমার বিজয় সুনিশ্চিত। নির্বাচনে আমি জিতবই, ইনশাল্লাহ।’
আইভী বলেন, ‘তবে আমার বিজয় সুনিশ্চিত জেনে কেউ যদি ভোট কেন্দ্রে সহিংসতা করে সেটি মোটেও ঠিক হবে না। এক্ষেত্রে আমি আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অনুরোধ করব তারা যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে।’
নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নির্বাচন কমিশনকে আমি আগেই জানিয়েছি, যাতে ভোট কেন্দ্রে ভোটার যেতে পারেন। নারী ভোটার ও তরুণ ভোটাররা যেন যেতে পারেন। কারণ এ ভোটগুলো আমার। কোনো ধরনের সহিংসতা যেন না হয়।’
কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে তারা। এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইভীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট হলে এবং ভোটাররা ভোট দেয়ার সুযোগ পেলে আমি নারায়ণগঞ্জের সিটি মেয়র হিসেবে নির্বাচিত হব।’ আগামী রোববার এ সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৪ জানুয়ারি, ২০২২, ৩:৩৮ পিএম says : 0
    ভোট হয়ে গেছে চিন্তা করার দরকার নেই,আপনার ভোট নির্বাচন কমিশন গোপন রুমে ছিল মেরে প্রস্তুত করে রেখেছে,নির্বাচন হবে সেটা একটি লোক দেখানো ফিল্ম,সহিংসতা যেটি বলেছেন আসলে সহিংসতা জনগণ করবে না,নির্বাচন কমিশনের অচিরেই সহিংসতা হবে,সহিংসতা একটু যদি না দেখায় জনগণ কে কি দিয়ে শান্তনা দিবে,আর বিশেষ করে দুই চার জন গরিব লোক অবশ্যই গুলি অথবা যে ভাবে হউক হত্যা করবেই,যেমন বলবে ভোটের বাক্স ছুরি করে নিয়ে যাওয়ার সময় গোলাগুলি হয়ে নিহত হয়েছে,সুস্থ ভাবে নির্বাচন করলে নির্বাচন কমিশন ভবিষ্যতে বিদেশে পালাইয়া যেতে পারবে না,আর যদি সুস্থ না করে মনমতো নির্বাচিত করেন,যে কোনো মুহূর্তে আমেরিকা লন্ডনে ভোগে যেতে অসুবিধা হবে না,মনে হয় এই নির্বাচন,নির্বাচন কমিশন এর শেষ খেলা গোল শেষ,ইতি মধ্যে নির্বাচন কমিশন দেশ ছেড়ে পালিয়ে যাবে,এত এব ভয়ের কারন নেই আপনি বিজয়ী 100% আপনার ভয় কীসের প্রশাসন বন্দুক সব আপনার হাতে,আপনি চিন্তা ছাড়া ঘুম যেতে পারেন দেখবেন নির্বাচন কমিশন ভোটের দিন রাত বারোটার আগে আপনাকে প্রথমে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করবেন,পরের দিন সরকারি ভাবে বিজয়ী ঘোষনা করবেন,এমন সাহস কার আছে ক্ষমতা নিয়ে যাবে,মরলে গরিব গুনে মরবে তাতে কি আসে যায়,আপনি নাকে জৈতনের তৈল দিয়ে ঘুমিয়ে যান ,আপনি বিজয়ী হয়ে গেছেন,জয় বাংলাদেশ জয় আইভি সেলিনা হায়াত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইভী

১৭ জানুয়ারি, ২০২২
২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ