Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটকীয়তার পর ফের বাতিল হলো জোকোভিচের ভিসা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১:৩৭ পিএম
নানা নাটকীয়তার পর টানা দ্বিতীয়বারের মতো বাতিল করে দেয়া হলো বিশ্বের নাম্বার ওয়ান টেনিসার নোভাক জোকোভিচের ভিসা। ফলে অস্ট্রেলিয়া ছাড়তে হবে তাকে৷ 
 
গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে অস্ট্রেলিয়ায় আসেন তিনি। কিন্তু করোনার ভ্যাকসিন না দেয়া থাকায় বিমানবন্দরে তাকে আটকে দেয়া হয়। বাতিল করে দেয়া হয় ভিসা। এরপর আটকে রাখা হয় ডিটেনসন সেন্টারে। তবে কোর্ট তার ভিসা বহাল রাখার নির্দেশ দেয়। কিন্তু এখন দ্বিতীয়বারের মতো তার ভিসা বাতিল করে দেয়া হলো৷ 
 
সোমবার থেকে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন। এর আগে জোকোভিচকে রেখে ড্র অনুষ্ঠিত হয়৷ তখন মনে হচ্ছিল হয়ত জোকোভিচকে ছাড় দেয়া হবে৷ কিন্তু শেষ পর্যন্ত তা হলো না৷ যদিও অস্ট্রেলিয়ায় থাকতে জোকোভিচের আরেকটি শেষ সুযোগ আছে। কিন্তু তিনি সুযোগটি কাজে লাগাবেন কি-না তা জানা যায়নি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ