Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিল দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত রদ্রিগো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:২৮ পিএম
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোকে রেখেছেন ব্রাজিল কোচ তিতে। এ মাসের শেষে বাছাইয়ের ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। 
 
দীর্ঘ সময় পর ফের দলে জায়গা পেয়ে উচ্ছাস প্রকাশ করেন রদ্রিগো। সউদী আরব থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ধন্যবাদ তিতে এই সুযোগের জন্য। আমি এটির জন্যই অপেক্ষা করছিলাম।’
 
আগামী ২৭ জানুয়ারী ইকুয়েডর ও ২ ফেব্রুয়ারী প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এই দুটি ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের ক্যাসেমিরো, ইদার মিলিতাও ও ভিনিসিয়াস জুনিয়রকেও ডাকা হয়েছে। 
 
রদ্রিগো ব্রাজিলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে দুইটি। আর ২০২০ সালে একটি৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ