মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভুটান সীমান্তের বিতর্কিত অংশে আবারও বাড়ি বানানোর কাজ শুরু করেছে চীন। সেখানে এই স্থাপনাকে অতি দ্রæত এগিয়ে নিয়ে যাচ্ছে তারা! স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এই তথ্য জানা গিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স।
রয়টার্স সূত্রের খবর, উপগ্রহ চিত্রে ভুটান সীমান্তে চীনের তৈরি ২০০টিরও বেশি কাঠামোর খোঁজ মিলেছে! যার মধ্যে দু’তলা ভবনও রয়েছে, এবং শুধু একটি জায়গাতে নয় ভুটান সীমান্ত এলাকায় ছ’টি আলাদা স্থানে এই নির্মানকাজ চলছে বলে জানা গিয়েছে। মার্কিন ডেটা অ্যানালিটিক্স ফার্ম হকআই৩৬০, যারা উপগ্রহের ছবি বিশ্লেষন করে বিভিন্ন গোপন তথ্য বার করে তারাই চীনের এই নতুন নির্মাণকার্য নিয়ে রয়টার্সের সঙ্গে তথ্য আদানপ্রদান করেছে বলে জানা গিয়েছে। ২০২০ সালের প্রথম থেকেই ভুটানের পশ্চিম সীমান্তে কিছু জায়গায় নির্মাণ কার্য চালিয়ে আসছে চীন। প্রাথমিকভাবে রাস্তা তৈরি করে এবং এলাকাগুলি পরিষ্কার করে বসতি নির্মাণের জন্য বাড়ি বানানোর কাজ চালাচ্ছে লালফৌজ, এমনটাই জানা গিয়েছে। স্যাটেলাইট ইমেজ সংস্থা ক্যাপেলা স্পেস এবং প্ল্যানেট ল্যাবস দ্বারা সরবরাহিত উপাদানের উপর ভিত্তি করে, হকআই৩৬০ এর মিশন অ্যাপ্লিকেশন ডিরেক্টর ক্রিস বিগার্স এই তথ্য সামনে এনেছেন।
উপগ্রহ চিত্রগুলিতে ধরা পড়েছে ২০২১ সালের তুলনায় কাজের গতি বাড়িয়েছে চীন। পশ্চিম ভুটান সীমান্তে প্রথমে ছোট কাঠামো তৈরি করা হয়েছিল (সম্ভবত বাড়ির সরঞ্জাম মজুত রাখা এবং সরবরাহের জন্য) পরে সেখানে বড়বাড়ি বানানোর কাজ শুরু করে চীনারা! ভবন নির্মাণ, বিগার্সের বক্তব্য অনুসারে ২০২১ জুড়ে সীমান্তে স্থাপনা নির্মানের গতি বাড়িয়ে গিয়েছে চীন! হকআই৩৬০র অন্য দুই বিশেষজ্ঞ চীনের নতুন নির্মাণ এবং ক্যাপলা স্পেসের তোলা সাম্প্রতিক ছবিগুলি বিশ্লেষণ করে জানিয়েছেন, চীন নির্মিত ছ’টি কাঠামো ভুটানের বিতর্কিত সীমান্তে রয়েছে। এর মধ্যে প্রায় ১১০ বর্গ কিলোমিটারের একটি রাস্তাও রয়েছে বলে জানা গিয়েছে!
এ নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, সীমান্ত সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলা ভুটানের নীতি বিরুদ্ধ। মন্ত্রণালয় এর বেশি মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য হল, ভুটান সীমান্তে এই নির্মাণগুলি সম্পূর্ণভাবে স্থানীয় জনগণের কাজ এবং জীবনযাত্রার মানোন্নয়নের জন্য। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।