মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শীতকালে কমলালেবুর বেশ চাহিদা থাকে। কিন্তু দাম যদি হয় আকাশছোঁয়া তাহলে সবার পক্ষে তো আর তা কিনে খাওয়া সম্ভব হয় না। স্থানীয় ফলন না থাকায় ভারতের ত্রিপুরা রাজ্যের অবস্থা তেমনই হয়েছে। আকাশছোঁয়া দামের কারণে ইচ্ছা থাকলেও মুখ ফেরাচ্ছেন ক্রেতারা। ক্রেতাদের চাহিদা মেটাতে গত প্রায় ২ যুগ ধরে ত্রিপুরা রাজ্যের জম্পুইহিলের সুস্বাদু কমলালেবু একপ্রকার নজির সৃষ্টি করেছে। রাজ্যের বাজারে খ্যাতি লাভ করা এই কমলালেবু থাকায় অন্য সব রাজ্যের কমলালেবুর চাহিদা প্রায় ছিল না বললেই চলে। কিন্তু এখন অন্য রাজ্য থেকে আমদানি করা কমলা হয় চড়া দামে কিনতে হচ্ছে না হয় মুখ ফেরাতে হচ্ছে ক্রেতাদের। জম্পুইহিলের কমলার চাষ এখন আর আগের মতো নেই বললেই চলে। রাজধানী আগরতলার ব্যবসায়ীরা জানান, জম্পুইহিলের কমলা না আসায় চড়া দামেই অন্য রাজ্য থেকে কমলা আমদানি করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই বিক্রি করতে গিয়েও এর দাম পড়ে যাচ্ছে অনেক বেশি। সে কারণে আগের মতো চাহিদাও এখন আর তেমন নেই। খোলা বাজারের ব্যবসায়ী ভিকি সাহা জানিয়েছেন, স্থানীয়ভাবে উৎপাদন কমে যাওয়ায় ক্রেতাদের চাহিদা মেটাতে অন্য রাজ্য থেকেই আমদানি করতে হচ্ছে কমলা। এক্ষেত্রে উন্নত মানের এবং আকারে বড় প্রতিটি কমলার ক্রয়মূল্য পড়ছে ১৭ থেকে ১৮ টাকা। আকারে একটু ছোট হলে সেক্ষেত্রে দাম পড়ছে ৯ থেকে ১০ টাকা। আগরতলার অপর এক ফল বিক্রেতা সুজিত সাহা বলেন, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে এই ফল বিক্রির সঙ্গে তিনি। ইকোনমিক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।