Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শোবিজে রুবিনা আলমগীরের ব্যস্ততা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

মডেল-অভিনেত্রী রুবিনা আলমগীর নাচ, অভিনয়, উপস্থাপনা, মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জননী প্রিন্ট শাড়ির বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরুর এ পর্যন্ত ডজনখানেক নাটক ও পাঁচটি ওয়েবফিল্মে অভিনয় করার পাশাপাশি ২৬টি মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘লুকোচুরি’, ‘টেস্টি ট্যুর’, ‘ভাইজান’, চাঁদের অমাবস্যা, ভূত নিবাস ইত্যাদি। অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাচের অনুষ্ঠান করছেন। চলচ্চিত্রেও তিনি অভিনয় করছেন। ইতোমধ্যে ইফতেখার চৌধুরীর ‘রাজত্ব’ এ কে আজাদের ‘বাজি’, টিপু সুলতানের ‘পাহাড়ি কন্যা, তুহিন তোফাজ্জলের ‘কবি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন। রুবিনা জানান, অভিনয় এবং নাচ দুটোকেই তিনি প্রাধান্য দিয়ে কাজ করছেন। তবে অভিনয়ে প্রতিষ্ঠা পেতে চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোবিজে রুবিনা আলমগীরের ব্যস্ততা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ