নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইন্দোনেশিয়ান শুটিং ফেডারেশনের আমন্ত্রণে জাকার্তায় খেলতে যাবেন বাংলাদেশের শুটাররা। আগামী ৮ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সেনাইয়ান শুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে আইএসএসএফ গ্র্যান্ড প্রিক্স রাইফেল ও শুটিং প্রতিযোগিতা। এ আসরে অংশ নিতে ১২ শুটার এবং কোচ ও কর্মকর্তা মিলিয়ে ছয়জনসহ ১৮ জনের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। শুটাররা হলেন- রাব্বি হাসান মুন্না, ইউসুফ আলী, শোভন চৌধুরী, সৈয়দা আতকিয়া দিশা, মনিকা আহমেদ, নাফিশা তাবাসসুম, শাকিল আহমেদ, আবদুর রাজ্জাক, পিয়াস হোসেন, আনজিলা আমজাদ, তুরিং দেওয়ান ও নিলুফা ইয়াসমিন। এছাড়া কোচ হিসাবে কীম ইল ইয়োং, জায়ের রেজাই, গোলাম শফিউদ্দিন খান ও শারমিন আক্তার রতœা এবং কর্মকর্তা হিসেবে যাচ্ছেন মোহাম্মদ আলী সোহেল ও লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। ৭ ফেব্রুয়ারি রওয়ানা হবে বাংলাদেশ দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।