Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিতে প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না জামালদের!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ৭:৫৯ পিএম

নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়ে সরব থাকার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এ ধারাবাহিকতায় চলতি মাসের শেষ দিকে ইন্দোনেশিয়ার বালিতে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেয়ার ব্যাপারে সব প্রস্তুতি নেয়াই ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কিন্তু করোনাভাইরাসের ভ্যাকসিন হঠাৎ বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় দলের সামনে। দলের সব ফুটবলার করোনা ভ্যাকসিনের দুই ডোজ টিকা না নেওয়ায় আগামী সপ্তাহের ইন্দোনেশিয়া সফর বাতিল করেছে বাফুফে। ফলে বালিতে প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না জামাল ভূঁইয়াদের! বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, এমপি। তবে ইন্দোনেশিয়া সফর বাতিল হলেও আগামীকাল ঠিকই ঢাকায় আসছেন লাল-সবুজদের নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি এসেই জাতীয় দলের দায়িত্ব বুঝে নেবেন। এ মাসের ম্যাচ বাতিল হলেও আগামী মার্চে জাতীয় দলের প্রীতি ম্যাচ আয়োজন করার আশা বাফুফের।

প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ দলের সবার অবশ্যই দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। কিন্তু জাতীয় দলের অন্তত ১৩ জন ফুটবলার দুই ডোজ টিকা নেননি। তাই জাতীয় ফুটবল দলের আপাতত ইন্দোনেশিয়া সফরে যাওয়া সম্ভব হচ্ছে না।

ভিডিওবার্তায় কাজী নাবিল বলেন, ‘আগামী ২৪ ও ২৭ জানুয়ারি আমাদের ইন্দোনেশিয়াতে দুইটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। সে বিষয়ে আমরা সকল প্রস্তুতিও গ্রহণ করেছিলাম। আমাদের জাতীয় দলের কোচ ১৫ জানুয়ারি ঢাকায় চলে আসছেন। আমরা খেলোয়াড় তালিকাও তৈরি করেছি। কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে, আমাদের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টের সবাইকে ডাবল ভ্যাকসিনেশন থাকতে হবে। আমাদের ১৫ জন খেলোয়াড়ের ডাবল ডোজ নেওয়া আছে। এক ডোজ করে নিয়েছে সাতজন। আর ছয়জন কোনো ভ্যাকসিন নেয়নি।’ তিনি যোগ করেন,‘তো এই পর্যায়ে ভ্যাকসিনেশনের কারণে আমাদের এই সফরটি করা সম্ভব হচ্ছে না। আমরা আশা করি আগামী মার্চে যে আরেকটি ফিফা উইন্ডো আছে, তার আগে জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের জন্য একটি তালিকা করবো ৪০-৫০ জন খেলোয়াড়ের। তা করে সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবো।’

কাজী নাবিল আরও বলেন,‘আশা করি মার্চে আমরা প্রীতি ম্যাচ আয়োজন করতে পারবো। আপাতত ইন্দোনেশিয়া সফরে আমাদের যাওয়া হচ্ছে না। আমরা আজকে (বৃহস্পতিবার) তাদেরকে জানিয়ে দিয়েছি, ভ্যাকসিনেশনের কারণে আমরা আসতে পারছি না। আশা করি সামনেই আবার জাতীয় দলের কার্যক্রম শুরু করতে পারবো।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ