গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ আজ এক বিবৃতিতে বলেন, করোনার শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বড় রাজনৈতিক কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে নির্লজ্জ হুদা কমিশন নানা ধরণের নির্বাচন অনুষ্ঠিত করেছে যেখানে বরাবরই সহিংসতা এবং ভোট কারচুপির মত ঘটনা ঘটেছে। আমরা মনে করি, করোনা মোকাবেলায় নতুন জারিকৃত বিধিনিষেধ বৈষম্যমূলক। অফিস আদালত শতভাগ খোলা রেখে ঢাকা নগরবাসীকে চরম ভোগান্তির মধ্যে ফেলবে। বাণিজ্যমেলা, হাটবাজার, শপিংমল, কারখানা, সিটি কর্পোরেশন নির্বাচন ইত্যাদি সব যখন চালু রয়েছে তখন রাজনৈতিক এবং ধর্মীয় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা অবশ্যই বিশ্বাস করি স্বাস্থ্যবিধি প্রতিপালনে এই মুহুর্তে এক জায়গায় বেশি জনসমাগম এড়িয়ে চলতে হবে কিন্তু সরকার বিজ্ঞানসম্মত উপায়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত না নিয়ে ঢালাওভাবে বিধিনিষেধ আরোপ করেছে। ইতোমধ্যে রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে টিকা সনদ ছাড়া রেস্তোরাঁয় বসে খাওয়া নিষিদ্ধের সিদ্ধান্তকে একপ্রকার প্রত্যাখ্যান করা হয়েছে। বাস মালিক সমিতির পক্ষ থেকেও চালক হেলপারদের বিষয়ে এই সিদ্ধান্ত মানা সম্ভব নয় বলে জানানো হয়েছে। আমরা মনে করি দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, মার্কিন নিষেধাজ্ঞা, নতুন নির্বাচন কমিশন গঠন ইত্যাদি বিষয়ে যখন রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে তখন জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নিতেই সরকার এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়েছে।"
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।