Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমান খাজার শঙ্কা ভুল হলো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ৩:২৯ পিএম
অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের একাদশেও রাখা হয়েছে অজি তারকা ব্যাটসম্যান ওসমান খাজাকে। হোবার্টে শুক্রবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। 
 
ওসমান খাজা সিডনিতে সিরিজের চতুর্থ ম্যাচে ট্রাভিস হেডের জায়গায় খেলেন৷ হেড করোনায় আক্রান্ত হলে জায়গা মেলে খাজার। আর ম্যাচটির দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান তিনি। 
 
তবে ওই সময় খাজা আশঙ্কা করেন হেড যেহেতু ফর্মে ছিলেন।  ফলে পঞ্চম ম্যাচে তাকে ফেরানো হবে। আর খাজার বসে যেতে হবে। 
 
হেড ফিরেছেন ঠিকই৷ তবে খাজা জায়গা পেয়েছেন ওপেনার মার্কাস হ্যারিসের জায়গায়। হ্যারিস চতুর্থ ম্যাচে তেমন কিছু করতে পারেননি৷ ফলে তাকে বাদ পড়তে হলো। 
 
অজি দলে আরেকটি পরিবর্তন আসতে পারে। সেটি বোলিংয়ে। পেসার বোলান্ড কিছুটা ইনজুরি আক্রান্ত। ফলে তিনি যদি না খেলতে পারেন তাহলে পঞ্চম ম্যাচে মাইকেল নেসার বা ঝাই রিচার্ডসন খেলতে পারেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ