বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রায় ১৬ হাজার মানুষ ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করেছেন সিলেট বিভাগে। ৩০ ডিসেম্বর থেকে বুস্টার ডোজ প্রয়োগ শুরু হয় সিলেট নগরীতে। পরে এ কার্যক্রম শুরু হয় বিভাগের চার জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র মতে, ইতিমধ্যে প্রায় ১৬ হাজার মানুষকে বুস্টার ডোজ প্রদান করা হয়েছে বিভাগে। এ সংখ্যা এখন বাড়তেই থাকবে। এছাড়া প্রতিদিনেই প্রদান করা হচ্ছে বুস্টার ডোজ। বুস্টার ডোজ গ্রহণকারীদের মধ্যে প্রায় আড়াই হাজার জন রয়েছেন সিলেট জেলা ও মহানগরের। সবচেয়ে বেশি বুস্টার ডোজ নিয়েছেন মৌলভীবাজারের মানুষ। এ জেলায় সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষ নিয়েছেন বুস্টার ডোজ। এ ছাড়া সুনামগঞ্জে প্রায় আড়াই হাজার ও হবিগঞ্জে প্রায় দুই হাজার মানুষকে বুস্টার ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, শুধু মহানগর বা জেলার লোকজনই নয়, উপজেলা পর্যায়েও শিগগির শুরু হবে বুস্টার ডোজ প্রদান। ভ্যাকসিনের আওতায় আনা হবে সবাইকে।
এদিকে, শুরু থেকে বুস্টার ডোজ হিসেবে সিলেটে ফাইজার কোম্পানির ভ্যাকসিন প্রদান করা হচ্ছিল। তবে আজ ( বৃহস্পতিবার) থেকে প্রদান করা হবে মডার্নার ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটি এখন থেকে বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে নির্দেশ দিয়েছে মডার্নার ভ্যাকসিন দিতে। মূলত ফাইজারের ভ্যাকসিন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২-১৭ বছর বয়সী) প্রদানের জন্য সংরক্ষণে রাখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।