Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় করোনায় বছরে প্রথম মৃত্যু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১:৩২ পিএম

খুলনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ বছরে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। সর্বশেষ গত বছর ২৫ নভেম্বর ১ জনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৪৫ টি নমুনা পরীক্ষায় ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের শতকরা হার ৬ দশমিক ৬২। আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, এ মুহুর্তে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। সিটি করপোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় একজন করোনা রোগী মারা গেছেন। এর আগে বুধবার ৯, মঙ্গলবার ১২, সোমবার ৭ জন করোনা আক্রান্ত হন। তিনি আরো জানান, এ পর্যন্ত খুলনায় মোট ২৮ হাজার ৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৭৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ