Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েটে এক শিক্ষার্থীর করোনা শনাক্ত, পাঁচ শিক্ষার্থী কোয়ারেন্টিনে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:২৮ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইসিই বিভাগের এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ৩০২১ নম্বর কক্ষে থাকেন। করোনা শনাক্তের পর আজ বৃহস্পতিবার সকালেই চিকিৎসার জন্য তার বাড়ি রাজশাহীতে পাঠিয়ে দেয়া হয়েছে। এদিকে রোকেয়া হলের ৩০২১ কক্ষের আরও পাঁচ শিক্ষার্থীকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। তাদের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছে। রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মামুন জামাল তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষার্থী করোনা শনাক্তের পর বিশ্ববিদ্যালয়ের করোনা কমিটির বৈঠক আহবান করা হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে গত ১১ জানুয়ারি ওই শিক্ষার্থীর করোনা নমুনা পরীক্ষা করা হয় খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে। এরপর থেকে তাকে আলাদা রাখা হয়েছিল। বুধবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এর আগে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ৯ জানুয়ারি থেকে কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। ৭ জানুয়ারি থেকে হলসমূহ খুলে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ